ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

বুধবার   ০৯ জুলাই ২০২৫   আষাঢ় ২৫ ১৪৩২   ১৩ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭৪

সিংহাসনচ্যুত বাবর, টি-টোয়েন্টির নতুন রাজা রিজওয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২  

চলতি এশিয়া কাপে হাসছে না সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমের ব্যাট। তিন ম্যাচে বাবর করেছে যথাক্রমে ১০, ৯ ও ১৪ রান। অন্যদিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন তাঁর ওপেনিং পার্টনার মোহাম্মদ রিজওয়ান। বাবরকে টপকে রিজওয়ানই এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির ১ নম্বর ব্যাটার।

 

১১১৫ দিন পর টি-টোয়েন্টির ১ নম্বর ব্যাটসম্যানের মর্যাদা হারাতে হলো বাবরকে। বাবর যেখানে যে তিন ম্যাচে ব্যর্থ হয়েছেন, সেই তিন ম্যাচে রিজওয়ান করেছেন মোট ১৯২ রান। রয়েছে  হংকং ও ভারতের বিপক্ষে অর্ধশত। চলমান এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ানই।

 

সেরা দশের অন্য ব্যাটাররা হলেন―৩. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা), ৪. সূর্যকুমার যাদব (ভারত), ৫. ডেভিড মালান (ইংল্যান্ড), ৬. অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ৭. ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড), ৮. পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), ৯. মুহাম্মাদ ওয়াসিম (আরব আমিরাত)  ও ১০. রিজা হেন্ডরিক্স (দক্ষিণ আফ্রিকা)।  

এই বিভাগের আরো খবর