শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৭

সাবেক কমিশনারের চুরির অপবাদ থেকে মুক্তিদিলেন চেয়ারম্যান প্রার্থী

শারমিন আক্তার, জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুন ২০২১  

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার  ৭ নং চরবানি পাকুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোছাঃ মল্লিকা বেগম (৩২) গৃহকর্মি হিসাবে কাজ করতেন জামালপুর সদরের মেথর পট্টিতে অবস্থিত সাবেক কমিশনার ও আব্দুল মতিন বাবুলের স্ত্রী শামীমা আক্তার রুবির বাসায়। কিছুদিন আগে মল্লিকা বেগম অসুস্থতার কারণে ছুটি নিয়ে নিজ বাড়িতে যায়। কিন্তু ছুটি শেষ হওয়ার পুর্বেই গত শুক্রবার মুঠোফোনে কল দিয়ে অসুস্থ মল্লিকাকে শামীমা আক্তার রুবি তার বাসায় ডেকে নিয়ে যায়। বাসায় যাওয়ার পর শামীমা আক্তার রুবি মল্লিকাকে তার হাতের স্বর্ণের বালা চুরির অপবাদ দেয়। বাকবিতন্ডার একপর্যায়ে শামীমা আক্তার রুবি মল্লিকার কাছ থেকে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করে এবং মল্লিকাকে থানায় হস্তান্তর করেন। 

বিষয়টি জানতে পেরে চরবানি পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোছাঃ কামরুন নাহার কানন মল্লিকার বাড়ির লোকজন নিয়ে শামীমা আক্তার রুবির বাসায় যান এবং সম্পূর্ণ ঘটনা শোনেন। পরবর্তীতে কামরুন নাহার কানন থানায় গিয়ে চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন করার অনুরোধ জানিয়ে নিজ দায়িত্বে মল্লিকাকে থানা থেকে ছাড়িয়ে মায়ের কাছে পৌঁছে দেন। চেয়ারম্যান প্রার্থী মোছাঃ কামরুন নাহার কানন জানান, মল্লিকা মানসিক ভাবে আঘাত পেয়েছে। ঘটনার সঠিক তদন্তের দাবি করছি যাতে মল্লিকা অযথা হয়রানির স্বিকার না হয়।  

ঘঠনার বিস্তারিত জানতে চাইলে মল্লিকা জানায়, আমরা গরিব মানুষ অন্যের বাসা বাড়িতে কাজ করে খাই, কিন্তু চুরি করার অভ্যাস আমার নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও অনুরোধ করছি যেন গয়না হারানোর বিষয়টি নিয়ে তারা তৎপরতার সাথে কাজ করে সঠিক চোরকে শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসেন এবং আমার উপর চুরির মিথ্যা অপবাদ থেকে মুক্তি পাওয়ার সুযোগ করে দেন।

মল্লিকা আরো বলেন, কানন আপার মতো একজন মানবতা সম্পন্ন মানুষ আছে বলে আজ বড় বিপদ থেকে মুক্তি পেলাম। তিনি এলাকার সকলের বিপদে আপদে এগিয়ে আসেন। কানন আপা যদি চেয়ারম্যান হতে পারেন তাহলে আমার বিস্বাস তিনি  এলাকার মানুষদের জন্য আরোও অনেক কিছু করার সুযোগ পাবেন এবং এভাবেই আরোও বহু মানবিক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারবেন। আমি কানন আপার দীর্ঘায়ু কামনা করি এবং ৭ নং চরবানি পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তাকে দেখার আশা প্রকাশ করছি।

এই বিভাগের আরো খবর