শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৫

শাল্লায় একজনের আত্মহত্যা!

শাল্লা প্রতিনিধি- 

প্রকাশিত: ১৯ জুন ২০২১  

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়নের ভেড়াডহর গ্রামে ৩৫বছর বয়সী একজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহননকারি ব্যক্তি ভেড়াডহর গ্রামের মৃত বাঁশী বৈষ্ণবের ছেলে রাজকুমার বৈষ্ণব। সে পেশায় মুরগী ও গরুর খামারী। গতকাল শুক্রবার ১৮জুন রাতে তাঁর মুরগীর খামারে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরদিন সকালে গ্রামের লোকজন ঝুলন্ত লাশ দেখতে পেয়ে শাল্লা থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। 

এবিষয়ে শাল্লা থানার এস.আই. মোঃ সেলিম মিয়া’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সংবাদ পেয়ে সাথে সাথে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং মৃতের সুরতহাল রিপোর্ট করিয়া লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করি। সেই সাথে শাল্লা থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং- ১০।

এই বিভাগের আরো খবর