শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯২

শাল্লায় ইসলামিক ফাউন্ডেশনের মতবিনিময় ও প্রশিক্ষণ কার্যক্রম

শাল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন ২০২১  

সুনামগঞ্জের শাল্লায় ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ কর্তৃক এক মতবিনিময় সভা ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সোমবার ২১ জুন দুপুর বারো টায় উপজেলা জামে মসজিদের ২য় তলায় উক্ত সভা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। 

ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশের শাল্লা উপজেলা সুপারভাইজার মোঃ মোস্তাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ নূর আলম উপস্থিত ছিলেন। 

সন্ত্রাস, জঙ্গিবাদ, সহিংসতা, মাদকসহ বিভিন্ন ধরণের অপরাধ রোধ করতে হলে ইমাম ও আলেমগণের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অথিতি অফিসার ইনচার্জ মোঃ নূর আলম। তিনি আরো বলেন, আমাদের সবার উচিৎ নিজেদের সন্তানদের প্রতি লক্ষ্য রাখা। তাদের প্রতি আমরা সচেতন হলে তাদের কর্মকান্ড সম্পর্কে জানতে ও বুঝতে পারবো এবং তাদেরকে অপরাধমূলক কাজ থেকে সরিয়ে আনা সহজ হবে বলে মন্তব্য করে উপস্থিত সকলের মধ্যে তার মুঠোফোন নাম্বার দেন। উপজেরার যেকোনো স্থানে যেকোনো সময় কোনোরূপ অপরাধ সংগঠিত হলে সাথে সাথে বার্তা প্রেরণ করার অনুরোধ জনান মি. আলম। 

তাছাড়া, অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভায় শাল্লা উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ও শাল্লা ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার মিয়া, শাল্লা থানার এস.আই মোঃ সেলিম মিয়া, উপজেলা জামে মসজিদের প্রেস ইমাম হাফেজ মাও. আবুল কাশেমসহ ইসলামিক ফাউন্ডেশনের শাল্লা উপজেলা ও সুনামগঞ্জ জেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর