মঙ্গলবার   ০৯ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৫ ১৪৩২   ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৭

মেসি এখন ব্রাজিলে

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২১  

দুই মাস ব্যবধানে আবারও ব্রাজিলে অবস্থান করছে লিওনেল মেসি নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল। কোপা আমেরিকার সফলতম যাত্রা শেষ হয়েছে জুলাইয়ে। ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছিল আলবেসিলেস্তেরা। এবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে লড়াই করবে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি।

২০২১ সালে কাতারে বসতে চলেছে বিশ্বকাপ। মূল পর্বে জায়গা করে নিতে হলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব উতরাতে হবে ব্রাজিল-আর্জেন্টিনাকে।

শুক্রবার বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচে চিলির বিপক্ষে জয় তুলেছে ব্রাজিল। ঘাম ঝরানো ম্যাচের ৬৪ মিনিটের জয় সূচক গোলটি আসে এভারটন রিভেইরোর কাছ থেকে।

অন্যদিকে ভেনিজুয়েলাকে ৩-২ বিধস্ত করেছে আর্জেন্টিনা। একটি করে গোল তুলেন লাউতারো মার্টিনেজ, হোয়াকিন কোররেরা ও অ্যাঞ্জেল কোররেয়ার। প্রতিপক্ষের গোলটি আসে ইফেরসন সোতেলডোর কাছ থেকে।

ভেনিজুয়ালা থেকে সোজা ব্রাজিলে চলে এসেছেন মেসিরা। বিশ্ব ফুটবল আবারও দেখতে পারবে সুপার ক্লাসিকো খ্যাত ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ।

রোববার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় ‍শুরু হবে ম্যাচটি। সাউপাওলার করিনথিনাস অ্যারিনায় মুখোমুখি হচ্ছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সতীর্থ মেসি-নেইমার।

এই বিভাগের আরো খবর