শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭১২

‘মির্জা আজম এমপি সুখ নগরীর সুখ পাখি’

শারমিন আক্তার

প্রকাশিত: ৩ জুন ২০২১  

সুখ নগরী গ্রামে জন্মগ্রহণ করে সারা জামালপুরের আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছে সুখের আবেশ। জামালপুর জেলার গর্বিত সন্তান। মেলান্দহ মাদারগঞ্জের স্বপ্ন পূরণের অঙ্গীকার আলহাজ্ব মির্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আ'লীগ,কেন্দ্রীয় কমিটি।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে উন্নয়নের শীর্ষে রয়েছে নিজস্ব নির্বাচনী এলাকা সহ জামালপুর জেলার প্রতিটি অঙ্গনে। নিজের নির্বাচনী এলাকা সহ প্রতিটি উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে আওয়ামীলীগ "কে সাজিয়েছেন নিজের পরিবারের মতো করে।

বাংলাদেশ আ'লীগ প্রতিষ্ঠার ৭২ বছরের প্রারম্ভে জামালপুর জেলার সর্বচ্চো প্রাপ্তির স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সমগ্র জামালপুর তথা বৃহত্তর ময়মনসিংহ বিভাগ জুড়ে এখনোও থমকে থমকে আনন্দের জোয়ার উদ্ভাসিত হয়।

জামালপুরের গর্বিত সন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে যখন যেখানে যে দায়িত্ব তিনি পেয়েছেন তা অত্যন্ত নিষ্ঠার সাথে, গর্বের সহিত (১৯৭৯ সাল থেকে শুরু করে ১৯৮১, ১৯৮৭, ১৯৯১, ১৯৯৩, ১৯৯৬, ২০০১ এবং ২০০৯) পর্যন্ত পর্যায়ক্রমে এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে সকল সময় পালন করে গেছেন করছেন।

সর্বোপরি, আলহাজ্ব মির্জা আজম এমপি শেখ হাসিনার নির্দেশে জামালপুর জেলা সহ বাংলাদেশের প্রতিটি অঞ্চল জুড়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। জামালপুরকে তো সুখ নগরীতে পরিণত করেইছেন।এখন সারা বাংলার মানুষের মধ্যে ভয়,আতঙ্ক, দুঃখ দুর্দশা দূর করে সারা বাংলাকে "সুখ নগরী"তে  পরিণত করার দুরন্ত প্রচেষ্টায় অফুরন্ত পথচলায় মগ্ন হয়ে আছেন।সারাদেশবাসীর কাছে আজ স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জলন্ত উদাহরণ হয়ে প্রজ্জোলীত শিখার মতো আলো দিচ্ছে।

এই বিভাগের আরো খবর