শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৩

ভারত-নেপাল সীমান্ত থেকে দুই বিদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১  

সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ভারত-নেপাল সীমান্তের খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি এলাকা থেকে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। পরে তাদের গ্রেফতার করা হয়।

পশ্চিমবঙ্গের কয়েকটি স্থানীয় গণমাধ্যমের দাবি, গ্রেফতার কপিল অধিকারী ও ভবানিপ্রসাদ সুবেদী নেপালি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তাদের মধ্যে কপিল যুক্তরাষ্ট্রের ওহিও এবং ভবানিপ্রসাদ পেনসিলভেনিয়ার বাসিন্দা।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) গ্রেফতারদের শিলিগুড়ি আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বিষয়টি জানিয়েছেন দার্জিলিংয়ের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারত থেকে নেপালে ঢোকার সময় ওই দুই যুবককে আটক করেন এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। সেসময় তারা যুক্তরাষ্ট্রের পাসপোর্টসহ নেপালের ভিসা দেখান। তাদের জিজ্ঞাসাবাদ করে এসএসবি কর্মকর্তারা জানতে পেরেছেন যে, ওই দুজন মার্কিন নাগরিক ট্যুরিস্ট ভিসা নিয়ে ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে নেপালে যান। ১৭ ডিসেম্বর ভারতীয় ভিসা ছাড়াই বেআইনিভাবে ভারতে প্রবেশ করেন। এরপর সোমবার ফের ভারত থেকে জাল এগজিট পারমিট দেখিয়ে নেপালে ঢোকার চেষ্টা করলে তাদের আটক করেন এসএসসি জওয়ানরা। এরপর ওই দু’জনকে স্থানীয় খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এদিকে, ১৭ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ওই দুই ব্যক্তি ভারতে কী করছিলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।


প্রসঙ্গত, সোমবারই জাল এগজিট পারমিট বানিয়ে নেপালে ঢোকার অভিযোগে তাইওয়ানের এক নারীকে গ্রেফতার করে খড়িবাড়ি থানার পুলিশ। এরপর ওই দুই বিদেশি নাগরিক গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এই বিভাগের আরো খবর