সোমবার   ১০ নভেম্বর ২০২৫   কার্তিক ২৬ ১৪৩২   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮

রাফসান ও সুনেহরার সম্পর্ক—প্রেম না কি শুধু বন্ধুত্ব?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫  

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান, যিনি ‘রাফসান দ্য ছোটভাই’ নামে পরিচিত, এবং লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার সুনেহরা তাসনিম—দুজনকে ঘিরে চলছে নানা জল্পনা। কেউ বলছেন, তাঁরা প্রেম করছেন; আবার অনেকে মনে করেন, তাঁদের সম্পর্ক নিছক বন্ধুত্বের।

 

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত কনটেন্ট ‘দিস চেঞ্জড আ গার্লস লাইফ’–এ একসঙ্গে কাজ করেছেন রাফসান ও সুনেহরা। এর আগে একাধিক ভিডিও ও প্রচারণায়ও তাঁদের জুটি হিসেবে দেখা গেছে। কনটেন্ট তৈরি করতে গিয়েই তাঁদের পরিচয়, পরে তা বন্ধুত্বে রূপ নেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি পোস্ট করলেই ভক্তদের মন্তব্যে ভরে যায়—“তোমাদের দুজনকে একসঙ্গে দারুণ লাগে” বা “ওরা প্রেম করছে হয়তো!”

 

তবে এই গুঞ্জন নতুন নয়। প্রায় চার বছর ধরেই তাঁদের নিয়ে আলোচনা চলছে। কিন্তু এখনো পর্যন্ত কেউই প্রকাশ্যে সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি।

 

২০২৩ সালের মার্চে সময় টিভিতে দেওয়া সাক্ষাৎকারে রাফসান প্রশ্নটি এড়িয়ে যান। একই মাসে সুনেহরা বলেন,

“ইফতেখারের সঙ্গে পরিচয় হয় ফুডপ্যান্ডার একটি শুটে। সে খুব আন্তরিক ও সাহায্যপ্রবণ একজন মানুষ। আমি খুব ইন্ট্রোভার্ট, কিন্তু ওর সঙ্গে সহজে ঘনিষ্ঠ হতে পেরেছি। আমাদের বন্ধুত্বটা অনেক মূল্যবান। সে আমার বেস্ট ফ্রেন্ডের মতো।”

যখন তাঁকে জিজ্ঞেস করা হয়, সম্পর্কটি কি শুধুই বন্ধুত্ব, তখন সুনেহরা স্পষ্টভাবে বলেন,

“অবশ্যই, এর বাইরে কিছু না।”

তবে ভবিষ্যৎ নিয়ে তিনি রহস্য রেখেই বলেন,

“সামনে কী হবে, কেউ জানে না। মানুষ আমাদের দুজনকে একসাথে দেখতে চায়, আমরা সেটি উপভোগ করি।”

রাফসান ও সুনেহরাকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে—চ্যানেল আইয়ের ‘হোয়াট আ শো’–তেও তাঁরা একসঙ্গে অংশ নিয়েছিলেন। রাফসান জানান, “ফুডপ্যান্ডার শুটে ওর সঙ্গে প্রথম দেখা হয়। ভেবেছিলাম, অনেক ভাব নেবে, কিন্তু আসলে ও খুব ফ্রেন্ডলি।”

 

২০১৭ সালে কনটেন্ট তৈরি শুরু করেন রাফসান। বর্তমানে ফেসবুকে তাঁর অনুসারী প্রায় ৪৬ লাখ এবং ইনস্টাগ্রামে ১২ লাখ। অন্যদিকে সুনেহরার ইনস্টাগ্রামে ১৫ লাখ ও ফেসবুকে ১৬ লাখ অনুসারী রয়েছে।

 

ভক্তরা এখনো জানতে চায়—এই জনপ্রিয় জুটি শুধু বন্ধুত্বেই থামবে, নাকি সম্পর্কটা আরও গভীর কিছুতে রূপ নেবে—সেটাই এখন দেখার বিষয়।

এই বিভাগের আরো খবর