শনিবার   ১০ মে ২০২৫   বৈশাখ ২৬ ১৪৩২   ১২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮০

বাবা দিবসে গুগলের ডুডল

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন ২০১৯  

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে বাবা দিবস। দিনটির প্রতি সম্মান জানিয়ে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।
বাবা দিবসে গুগলের ডুডলটিতে দেখা যাচ্ছে, পানিতে বাবার সঙ্গে মাস্তি করছে ছয়টি হাঁসের ছানা। কচি ছানাগুলোর একটি বাবার মাথার ওপর ও আরেকটি পিঠের ওপর দাঁড়িয়ে খেলা করছে। পানিতে রয়েছে আরও চারটি ছানা। তারা লাফিয়ে লাফিয়ে মজা করছে। কখনো দুষ্টুমি করে পানিতে ডুব দিয়ে বাবাকে ধোঁকা দিতেও দেখা যায় ছানাগুলোকে।


শনিবার দিবাগত রাত ১২টার পরেই সার্চ ইঞ্জিনটি এই ডুডলটি চালু করেছে, যা রোববার সারা দিন থাকবে। কয়েক বছর ধরেই বাবা দিবসে এমন বিশেষ ডুডল প্রচার করে আসছে গুগল।

এই বিভাগের আরো খবর