সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ৩০ ১৪৩২   ২৪ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৭

ফণীর আঘাত থেকে নিরাপদে থাকার আহ্বান এরশাদের

প্রকাশিত: ৩ মে ২০১৯  

ঘুর্ণিঝড় ফণীর আঘাত থেকে নিরাপদে থাকতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এছাড়া জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতা-কর্মীদের দূর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে সহায়তা করতে নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এরশাদ এমন নির্দেশনা দেন।

এরশাদ বলেন, জীবন ও নিরাপত্তার প্রশ্নে সকলকে সচেতন থাকতে হবে। বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষকে নিকটস্থ সাইক্লোন সেল্টারে আশ্রয় নিতে হবে।

ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও সচেতনতার সাথে কাজ করতে আহবান জানান জাপা চেয়ারম্যান।

এছাড়া পৃথক বিবৃতিতে একই রকম আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা ।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানা যায়।

এই বিভাগের আরো খবর