শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ১ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৭

পাকিস্তান সরকারের সঙ্গে পিটিআইয়ের বৈঠক, যে ফলাফল এলো

আন্তর্জাতিক ডেস্ক  

প্রকাশিত: ২৫ মে ২০২২  

২৫ মার্চ পাকিস্তানের রাজধানী ইসলামাদের উদ্দেশে লং মার্চ করার ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। 
এই লং মার্চকে ঘিরে অচলাবস্থা তৈরির শঙ্কা তৈরি  হয়।

ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজনৈতিক অচলাবস্থা অবসানে আলোচনায় বসেছিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এবং পাকিস্তানের বর্তমান সরকারের প্রতিনিধিরা। 
পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, এ আলোচনায় কোনো ফলাফল আসেনি। দুই পক্ষ কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।
গণমাধ্যমটি আরও জানিয়েছে, প্রায় আড়াই ঘণ্টা আলোচনা চলেছে। 

পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরেঙ্গজেব নিশ্চিত করেছেন, কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেননি তারা এবং দুই পক্ষের মধ্যে চুক্তি হওয়ার যে গুজব ছড়িয়েছে সেটিকে ভিত্তিহীন বলে অভিহিত করেন তিনি। তাছাড়া পরবর্তীতে ইমরান খানও টুইট করে জানান সরকারের সঙ্গে তাদের কোনো চুক্তি হয়নি। 

এ ব্যাপারে ইমরান খান টুইটে বলেন, গুজব ছড়িয়েছে একটি চুক্তি হয়েছে। অবশ্যই এমন কোনো চুক্তি হয়নি। আমরা ইসলামাবাদের দিকে এগুচ্ছি এবং চুক্তির কোনো প্রশ্নই আসে না।
তিনি আরও বলেন, যতক্ষণ সংসদ (জাতীয় পরিষদ) ভেঙে দেওয়া ও নতুন নির্বাচনের তারিখ ঘোষণা না করা হবে ততক্ষণ আমরা ইসলামাবাদে থাকব। ইসলামাবাদ ও পিন্ডির জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। 

এই বিভাগের আরো খবর