সোমবার   ১২ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৭৮১

পথচারীদের মাঝে ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী আনজীরের ইফতার বিতরণ

আবু নাঈম নোমানঃ

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১  

পবিত্র রমজান মাসে চলমান পরিস্থিতিতে অসহায়, দরিদ্র এবং দুঃস্থ মানুষদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সারাদেশে শাখাভিত্তিক কিংবা ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে আসছে সংগঠনটি। তার-ই ধারাবাহিকতায় ঢাকা কলেজ'র মেধাবী শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী মো. আনজীর হোসাইন এর নের্তৃত্বে ঢাকা কলেজ ছাত্রলীগ অসহায় সাধারণ মানুষদের পাশে দাঁড়ায়। 

আনজীর'র মতে, বাংলাদেশে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়'র নির্দেশনায় তিনি এমন উদ্যোগ গ্রহন করেছেন। তার এই কাজে সহযোগিতা করার জন্য ঢাকা কলেজ'র সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে বলেও জানান তিনি। এসময় তিনি ছাত্রলীগ কর্মী হিমু, মোস্তাফিজ, মুন্না, তাসকিন, মাহফুজ, সিয়াম, আলমগীর, আফজাল এবং আসিককে ধন্যবাদ জানিয়ে বলেন "সবসময়ই এরা এই কাজে আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করে যাচ্ছে।"  তাছাড়াও তিনি বলেন, ছাত্রলীগ সবসময়ই সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও অসহায়দের জন্য কাজ করবে। তরুন প্রজন্মকে উদ্দেশ্য করে আনজীর বলেন, দেশের যেকোনো খারাপ সময়ে তরুনদের এগিয়ে আসতে হবে, অসহায় মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তবেই তো সুন্দর এবং সুশৃঙ্খল সমাজ গড়া সম্ভব। 

প্রসঙ্গত, চলমান লকডাউন এর কারণে সাধারণ মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়ে ১ম রমজান থেকে আজ অবধি (৮ম রমজান) প্রতিদিন ঢাকা কলেজ'র গেইটে অবস্থান করে প্রায় ২০০+ সাধারণ জনগণ'র মাঝে ইফতার এবং মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে আসছে। কতদিন এই কার্যক্রম চালু থাকবে জানতে চাইলে আনজীর বলেন, "যতদিন লকডাউন চলমান থাকবে ততদিন আমাদের কার্যক্রম চলতে থাকবে।"

এই বিভাগের আরো খবর