শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪২

নীলফামারীতে দুঃস্থদের মাঝে স্ট্যান্ডার্ড ব্যাংকের ত্রান বিতরণ

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ

প্রকাশিত: ১৪ জুন ২০২১  

নীলফামারীতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত অসহায় দুঃস্থ কর্মহীন মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নীলফামারী শাখা। রবিবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সদর উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন অসহায় ও দুঃস্থ মানুষের বাড়ী বাড়ী গিয়ে ত্রান সামগ্রী বিতরণ করেন ব্যাংকের কর্মকর্তারা। ত্রান সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল চাল ১০ কেজি, আলু  ৪ কেজি, ডাল ২ কেজি, লবন ১ কেজি, তৈল ১লিটার ও সাবান ১টি। এসময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নীলফামারী শাখার এভিপি ও শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তফা কামাল, সহকারি শাখা ব্যবস্থাপক মোঃ ফিরোজ আখতার, সিনিয়র অফিসার নুরজাহান আক্তার মৌসুমী ও সি.আর.ও মোঃ ফরহাদ হোসেন।


নীলফামারী স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তফা কামাল জানান, কোভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ১০০জন অসহায় কর্মহীন মানুষের মাঝে স্ট্যান্ডার্ড ব্যাংকের উদ্দ্যোগে আজকে ত্রান সামগ্রী বিতরণ করা হলো। আমাদের হেড অফিসের দিক নির্দেশনা মোতাবেক আমরা স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরণ করেছি।

এই বিভাগের আরো খবর