শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১৫

নওগাঁয় মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটির আলোচনা সভা

আবু রায়হান রাসেল, নওগাঁ প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ জুন ২০২১  

নওগাঁয় মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটি পেশাজিবী কমান্ড এর রাজশাহী বিভাগীয় সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের চাউল বাজার সংলগ্ন মাদার্সা মার্কেটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটি এর কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা কমিটির সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে আলোচানা সভায় বিভাগীয় এবং জেলা নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় রাজশাহী বিভাগীয় যুগ্ম- সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ, সাংগঠনিক সম্পাদক সোনিয়া আক্তার, যুগ্ম- সাধারণ সম্পাদক এনামুল হক, নওগাঁ জেলা কমিটির সদস্য আলতাফ হোসেন সহ বগুড়া, পাবনা, জয়পুরহাট, চাপাইনবাগঞ্জ ও রাজশাহী বিভাগীয় নেতা কর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূর্নবাসন সোসাইটি এর অনুমোদন পত্র হাতে তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দরা।

এই বিভাগের আরো খবর