শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৭

জামালপুর সদর উপজেলায় গৃহহীন ১৭০টি পরিবার পেল জমি ও ঘর

শারমিন আক্তার, জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন ২০২১  

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান এর শুভ উদ্বোধন করেন।

২য় পর্যায়ে ৫৩৩৪০ টি গৃহ হীন পরিবারের মধ‍্যে জামালপুর জেলায় ৭৬৫ টি জামালপুর সদর উপজেলা ১৭০টি উপকার ভোগীদের মাঝে জমি ও গৃহ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোর্শেদা জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মুখলেছুর রহমান । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক রাজস্য) রফিকুল ইসলাম। উপজেলা ভূমি অফিসার তাহমিনা আক্তার। উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা। ১৫টি ইউনিয়ন নায়েব গন উপস্থিত ছিলেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন। আওয়ামীলীগের  সহ সভাপতি আতিকুর রহমান ছানা সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ। জামালপুর সদর উপজেলা ১৫টি ইউনিয়নের চেয়ারম্যান গব ও উপকার ভোগীরা।

শরিফপুর ১০টি লক্ষিরচর ০৯টি তুলশীরচর ২৬টি নরুন্দি ০৩ রানাগাছা ৩০টি রশিদপুর ০৬টি শ্রীপুর ৪৬ টি তিতপল‍্যা ২২টি মেষ্টা ০১ টি ও দিঘপাইদ ১৭ টি মোট ১৭০ টি  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিস লিটুস লরেন্স চিরান। সঞ্চালনায় ছিলেন ফারহানা ইয়াছমিন লিটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। উপকার ভোগীরা গৃহ পেয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আনন্দিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরো খবর