শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৬

জাফলংয়ে গলায় ফাঁস দিয়ে এক চা শ্রমিকের আত্মহত্যা

সিলেট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুন ২০২১  

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে গলায় ফাঁস দিয়ে শান্ত দাস পাইনকা (২০) নামে এক চা শ্রমিক আত্মহত্যা করেছেন। শান্ত দাস পাইনকা জাফলং চা বাগানের মাজলাইন এলাকার চন্দাস দাস পাইনকা'র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় রবিবার (১৩-০৬-২০২১ ইং) দুপুরে বাসার সবার অগোচরে ঘরের পিছনে আম গাছের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন। স্থানীয়রা আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে তার দেহ আম গাছ থেকে নামিয়ে জাফলং চা বাগানের কর্তব্যরত চিকিৎসক কে খবর দিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে কি কারণে আত্মহত্যা করেছেন, এ বিষয়ে তাঁর পরিবারের লোকজন কিছু বলতে পারেননি।

ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই লিটন রায় উপস্থিত হয় লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল আহাদ।

এই বিভাগের আরো খবর