বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৪৩

জাতীয় কবির ৪৫তম প্রয়াণ দিবসে সংস্কৃতি মন্ত্রণালয়ের শ্রদ্ধাঞ্জলী

আবু নাঈম নোমানঃ

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২১  

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে কবির মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির মাজারে ২৭ আগস্ট সকাল ৯ঘটিকায়  পুষ্প স্তবক অর্পণ করেন মাননীয় সংস্কৃতি প্রতি- মন্ত্রী  কে এম খালিদ  এম পি, মাননীয় সচিব সোহরাব হোসেন, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোঃ জাকির হোসেন, অতিরিক্ত সচিব মনিরুল আলম, নজরুল ইন্সটিটিউটের সেলস ইনচার্জ খাইরুল ইসলাম ও অন্যন্যরা।

এসময় মাননীয় প্রতিমন্ত্রী বলেন, "নজরুল এর ভাবধারা সমসাময়িক বর্তমান ও ভবিষ্যতে প্রাসঙ্গিক থাকবে" নজরুলের বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্ণ হয়েছে মর্মে মাননীয় মন্ত্রী  বলেন নজরুলের লেখা গান, কবিতা, ছড়া ও প্রবন্ধ সমগ্র বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। 
কবির ৪৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, বিভিন্ন মন্ত্রনালয়, সংস্থা ও রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন।
 

এই বিভাগের আরো খবর