বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১৫

ক্যাম্পাস খোলার দাবিতে জবি শিক্ষার্থীদের মানববন্ধন

মাহির আমির মিলন, জবি প্রতিবেদক

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১  

স্বল্প সময়ের মধ্যে ক্যাম্পাস খুলে দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ক্যাম্পাস খুলে দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোভিড-১৯ ভ্যাকসিনেশন বুথ স্থাপন করা, গুচ্ছভুক্ত  ভর্তি পরীক্ষার ফি কমানো সহ ছাত্রী হলে সিট বরাদ্দের দাবি জানায় তারা।

মানববন্ধনে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ, আব্দুর রহমান, ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আলিম দেওয়ান, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা মেঘলা, ইতিহাস বিভাগের শিক্ষার্থী মৃত্তিকা সরকার।

ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আলিম দেওয়ান বলেন, ‘দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে গেছে। এই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিশ্ববিদ্যালয় কিভাবে খোলা যায় সেজন্য একটি যৌক্তিক রোডম্যাপ তৈরি করা। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেয়া আর পরীক্ষা গ্রহণের কোনো বিকল্প নেই।’

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা মেঘলা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রী হলের বরাদ্দ নিয়ে দীর্ঘদিন লুকোচুরি করছে৷ দুইবার প্রভোস্ট বদল, উদ্বোধনের এতদিন পরেও হলের বরাদ্দ ও নীতিমালা ঠিক করতে না পারা প্রশাসনের দৈন্যতা সামনে এনেছে। আমরা দ্রুত হলের নীতিমালা ও বরাদ্দ চাই, যাতে করে বিশ্ববিদ্যালয় খুললেই শিক্ষার্থীরা হলে উঠতে পারে।’

এ সময় তারা গুচ্ছ পদ্ধতিতে ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদও করেন।
 

এই বিভাগের আরো খবর