ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

রোববার   ১৩ জুলাই ২০২৫   আষাঢ় ২৮ ১৪৩২   ১৭ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১১

কিউইদের সামনে ১৪১ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে টাইগাররা

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২১  

প্রথম ম্যাচে নিউজিল্যান্ড অলআউট হয়ে যায় মাত্র ৬০ রানে। যৌথ ভাবে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ডের দিনে বাংলাদেশ তাদের হারিয়েছিল ৭ উইকেটে। আজ অবশ্য টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করে ১৪১ রান তুলেছে টাইগাররা। আগের ম্যাচের সঙ্গে তুলনা করলে বলা যায় কিউইদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে টাইগাররা।

শুরুতে লিটন দাস ও নাঈম হাসান মিলে ৯.৩ ওভার খেলে যোগ করে ৫৯ রান। লিটন ৩৩(২৯) রান করে সাজঘরে ফেরেন রাচীন রবীন্দ্রর বলে ক্যাচ দিয়ে। পরের বলে মুশফিকুর রহিম ফেরেন শূন্য রানে স্ট্যাম্পিং হয়ে।

এক ওভার বাদে সাকিব আল হাসানও ফেরেন হতাশ করে। ৭ বলে ১২ রান করে ম্যাককনিকের বলে ক্যাচ দেন সার্সের হাতে। নাঈম শেখ ওয়ানডে মেজাজে খেলেছেন, ৩৯ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন রবীন্দ্রর বলে ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে।

আফিফ হতাশ করেছেন ৩ বলে ৩ রানে সাজঘরে ফিরে। এরপর অবশ্য মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৩২ বলে ৩৭ আর নুরুল হাসানের ৮ বলে ১১ রানে ভর করে ৬ উইকেটে ১৪১ রান তুলেছে বাংলাদেশ।

এই বিভাগের আরো খবর