শনিবার   ১৭ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৯ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫০

কমনওয়েলথ ক্রিকেট খেলতে মালয়েশিয়ায় আসছেন টাইগ্রেসরা

নাজনীন সুলতানা,মালয়েশিয়া থেকে

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২২  

রবিবার ভোরে কুয়ালালামপুরে পোঁছার পর  বতর্মানে টাইগ্রেসরা হোটেলে অবস্থান করছেন।সেখানে তারা সাত দিন অবস্থান করবেন।

চলতি মাসে অনুষ্ঠিত হবে আইসিসি কমনওয়েলথ গেমসের নারী ক্রিকেটের বাছাইপর্ব।সেখানে আংশ নিবে বাংলাদেশ নারী ক্রিকেটদল।যেখানে বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া স্কটল‍্যান্ড,শ্রীলংকা,ও কেনিয়া অংশ নিবে।

চলতি বছরের জুলাইতে যুক্তরাজ্যের বারমিংহামে অনুষ্ঠিত হবে ২২তম কমনওয়েলথ গেসম। এই গেমসের একটি ইভেন্ট নারী ক্রিকেট। চলতি মাসে মালয়েশিয়ায় হবে আইসিসি কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের বাছাইপর্ব। সেখানে অংশ নিবে বাংলাদেশ ক্রিকেট দল।

 
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল কুয়ালালামপুরে পৌঁছে সাত দিন থাকতে হবে কোয়ারেন্টিনে। ১৭ জানুয়ারি প্রাকটিস ম্যাচ খেলবে মালয়েশিয়ার বিপক্ষে এবং ১৮ জানুয়ারি শুরু হবে কোয়ালিফায়ার রাউন্ড, প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া, ১৯ জানুয়ারি মালয়েশিয়া, ২৩ জানুয়ারি স্কটল্যান্ড ও ২৪ জানুয়ারি খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে  বাংলাদেশ নারী ক্রিকেট দলকে নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি।  

জ্যোতিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, খাদিজা-তুল কুবরা এই তিনজনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই।
 
এদিকে, বাছাইপর্বের মূল দল থেকে বাদ দেওয়া হয়েছে পেসার জাহানারা আলমকে। এই প্রথম তিনি দল থেকে বাদ পড়লেন। ধারনা করা হচ্ছে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া একটি স্ট্যাটাসের কারণেই মূল দল থেকে বাদ পড়েছেন তিনি। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন সুরাইয়া আজমিন ছন্দা।
 
১৫ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মণ্ডল, শবনম মুস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুরাইয়া আজমিন।

এই বিভাগের আরো খবর