শুক্রবার   ০৫ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২১ ১৪৩২   ১২ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২০৭

এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩  

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে শান্তর ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছে বিসিবি। বলেছে, দ্রুত পুনর্বাসন শুরুর জন্য বাঁহাতি শান্ত দেশে ফিরছেন। আফগানিস্তানের বিপক্ষে চোটে পড়া তারকার এমআরআই করানোর পর হ্যামস্ট্রিংয়ের সমস্যা ধরা পড়ে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, ‘হ্যামস্ট্রিং সমস্যার জন্য ফিল্ডিংয়ের সময় শান্ত ব্যথা অনুভবের কথা জানান। এমআরআই করানোর পর তার মাসল টিয়ারে চোট ধরা পড়ে। যার ফলে শান্ত আর টুর্নামেন্টের অংশ থাকছেন না। দেশে ফিরে দ্রুত পুনর্বাসন শুরু ও বিশ্বকাপের প্রস্তুতি নেবেন।’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা পোস্টে শান্ত লিখেছেন, ‘এশিয়া কাপ ২০২৩-এ আমার যাত্রা এখানেই শেষ। আমি পেশির চোটে ভুগছি এবং টুর্নামেন্টে আর খেলব না। টুর্নামেন্টের বাকি অংশগুলোর জন্য আমার বাংলাদেশ দলের জন্য শুভ কামনা রইল। শীঘ্রই দেশে ফিরে বিশ্বকাপের প্রস্তুতি নেবো ইনশাআল্লাহ। সবাইকে সমর্থনের জন্য ধন্যবাদ।’

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি এশিয়া কাপে দলের বিপর্যয়ের সময় ৮৯ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন শান্ত। আফগানিস্তানের বিপক্ষে পান সেঞ্চুরি, খেলেন ১০৪ রানের ঝলমলে ইনিংস।

এবারের এশিয়া কাপে শান্ত দুই ম্যাচে ৯৬.৫০ গড়ে ১৯৩ রান করেছেন। এখন পর্যন্ত টাইগার ব্যাটার আসরের সর্বাধিক রান সংগ্রাহক।

এই বিভাগের আরো খবর