শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৪

আফগানিস্তানে ফের মসজিদে বিস্ফোরণ, নিহত ৩৩

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২  

বিবিসি জানায়, কুন্দুজের মৌলবী সেকান্দার সুফি মসজিদে শুক্রবারের জুমার নামাজের সময় চালানো এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

স্থানীয় এক দোকানদার জানিয়েছেন, মুসল্লিরা নামাজ পড়তে মসজিদে জড়ো হওয়ার সময় বোমা বিস্ফোরণ ঘটে। সেখানে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় বলেন, ‘কুন্দুজের ইমাম শাহিব জেলায় একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন’।

এর আগে ‍বৃহস্পতিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ শহরের একটি শিয়া মসজিদসহ কয়েকটি স্থানে বোমা হামলা হয়েছে।  পৃথক চারটি বিস্ফোরণে এদিন অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সেসব হামলার দায় স্বীকার করেছে।

গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার পর দেশটির বিভিন্ন স্থানে হামলা বাড়িয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এসব হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। 

এই বিভাগের আরো খবর