রোববার   ১১ মে ২০২৫   বৈশাখ ২৮ ১৪৩২   ১৩ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭২

৭ কলেজ শিক্ষার্থীদের ৪ দফা দাবীতে নীলক্ষেত অবরোধ

আবু নাঈম নোমানঃ

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১  

পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নসহ ৪দফা দাবীতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ঢাবি অধিভুক্ত সরকারি ৭কলেজের শিক্ষার্থীরা।

রোববার (২৯ আগস্ট)  সকাল ১০টা থেকে শত শত শিক্ষার্থী নীলক্ষেত থেকে সাইন্সল্যাব এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল করে এবং নীলক্ষেত মোড়ে অবস্থান করেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, 
অনার্স শিক্ষাবর্ষের ২০১৫-১৬, ২০১৬-১৭ ফলাফল বিপর্যয় ও মাস্টার্স ২০১৬-১৭ সেশনের ফলাফল বৈষম্যের প্রতিবাদ এবং খাতা পুনরায় মূল্যায়নসহ ৪ দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। ২০১৫-১৬ সেশনের ৮০% শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।  তাদের দাবি খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, যার ফলে এমন বিপর্যয় নেমে এসেছে।

শিক্ষার্থীদের দাবীগুলো হলোঃ
১. চতুর্থ বর্ষের অকৃতকার্য খাতাগুলো পুনরায় মূল্যায়ন করা হোক  অথবা উক্ত বিষয় বিশেষ পরীক্ষা নেয়া হোক ১০ দিনের মধ্যে।
২.সাত কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য ঢাবির শিক্ষক কর্তৃক ক্লাশ মনিটরিং করা হোক।
৩.ছাত্র-ছাত্রীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানের ব্যবস্থা নিজ নিজ কলেজে রাখা হোক।
৪. সব বিভাগের রেজাল্ট একসঙ্গে প্রকাশ করা এবং যে সব বিভাগের ফল প্রকাশ হয়নি তা আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ করা।

এই বিভাগের আরো খবর