শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯১

হরিজন পল্লীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের মাঝে মসিক মেয়রের সহায়তা

সেকান্দর আলী, (ময়মনসিংহ প্রতিনিধি)

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২১  

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের হরিজন পল্লীতে অগ্নিকণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের পাশে দাঁড়য়েছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। তার নির্দেশনায় গতকাল ২২ আগস্ট রবিবার বিকেলে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল ইসলাম।

এ প্রসঙ্গে মেয়র মোঃ ইকরামুল হক টিটু জানান, হরিজন পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি পরিবারের ঘর পুড়ে যাওয়া সহ নানা ক্ষয়ক্ষতি ঘটেছে। ঘটনাটি জানার পরই আমরা দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের বিভিন্ন দুঃখ-দুর্দশায় ইতোপূর্বেও আমরা পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকবো।

আর্থিক সহায়তা প্রদানকালে সিটি কর্পোরেশনের সহকারী সচিব মোঃ আমিনুল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মহব্বত আলী, হরিজন পল্লীর নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর