ব্রেকিং:
এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই

সোমবার   ০৭ জুলাই ২০২৫   আষাঢ় ২৩ ১৪৩২   ১১ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭৯

শান্তর সেঞ্চুরিতে জয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪  

চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ২৫৫ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে প্রথম বলেই বোল্ড হন ওপেনার লিটন দাস। পরে ব্যর্থ হয়ে ফেরেন ওপেনার সৌম্য সরকার ও চারে নামা তাওহীদ হৃদয়। বাংলাদেশ ২৩ রানে হারায় ৩ উইকেট। সেখান থেকে নাজমুল শান্ত সেঞ্চুরি করে দলকে জয়ের পথে তুলে নিয়েছেন।

বাংলাদেশ ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৩ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা নাজমুল শান্ত ১০১ রানে খেলছেন। তার সঙ্গী মুশফিক করেছেন ৫৯ রান। এর আগে মাহমুদউল্লাহ ৩৭ রান করে ফিরেছেন। সৌম্য ও ‍হৃদয় ৩ রান করে যোগ করেন।

এর আগে শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস ৫৯ রান করেন। জানিথ লিয়ানাগে খেলেন সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস। এছাড়া দুই ওপেনার পাথুন নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্দো যথাক্রমে ৩৬ ও ৩৩ রানের ইনিংস খেলেন। 

বাংলাদেশ দলের হয়ে তিন পেসার তাসকিন, শরিফুল ও তানজিম সাকিব তিনটি করে উইকেট নেন। এর মধ্যে লঙ্কানদের প্রথম তিন উইকেটই নেন তানজিম।

এই বিভাগের আরো খবর