বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৮

লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর

শাহরিয়ার শ্রাবণ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

লাকসামের গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লা মার্কার একটি ব্যানার ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় গাজীমুড়া কামিল মাদ্রাসার পূর্ব পাশে ব্যানারটি টাঙানো হয়। তবে রাতের মধ্যেই অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যানারটি ছিঁড়ে ও ভেঙে ফেলে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

 

তাদের দাবি, এটি প্রতিহিংসাবশত পরিকল্পিত রাজনৈতিক ভাঙচুর। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, এতে অপ্রয়োজনীয় বিবাদ ও অস্থিরতা সৃষ্টি হচ্ছে। ঘটনার বিষয়ে দায়িত্বশীলদের আরও সক্রিয় ভূমিকা রাখার দাবি জানানো হয়েছে। পাশাপাশি এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরো খবর