সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ২৪ ১৪৩১   ০৭ জমাদিউস সানি ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫

ম্যাচ শেষের আগেই মাঠ ছাড়ল কসোভো, রোমানিয়াকে জয়ী ঘোষণা

স্পোর্টস ডেস্ক 

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪  

উয়েফা নেশন্স লিগে গতকাল রাতে শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছিল কসোভো। কিন্তু রোমানিয়ার সমর্থকদের বৈষম্যমূলক আচরণের কারণে যোগ করা সময়ে মাঠ ছেড়ে যায় তারা।

এতে ফলাফল তখন গোলশূন্য ড্র থাকলেও রোমানিয়াকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করে উয়েফা।  
এদিকে কসোভো ফুটবলারদের অভিযোগ অস্বীকার করছে রোমানিয়া। কিন্তু শাস্তি পেতে হয়েছে তাদের। সমর্থকদের সার্বিয়াপন্থী স্লোগানের কারণে রোমানিয়ান ফুটবল ফেডারেশনকে (এফআরএফ) ১ লাখ ২৮ হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। এছাড়া সমর্থকদের এমন আচরণের কারণে এফআরএফকে ঘরের মাঠের পরের ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

শাস্তি পেয়েছে কসোভোও। ম্যাচ শেষ না করে মাঠ ছাড়ার তাদের পরাজয় হওয়ার পাশাপাশি উয়েফা দেশটির ফুটবল ফেডারেশনকে ৬ হাজার ইউরো জরিমানা করেছে।  

এই বিভাগের আরো খবর