শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৬

ভালুকায় সাংবাদিকদের সাথে ইউএনও‘র মতবিনিময়

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১২ জুলাই ২০২১  

আশিকুর রহমান শ্রাবণ ভালুকা থেকে- ময়নসিংহের ভালুকায় সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১১জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হল রোমে এ সভা অনুষ্ঠিত হয় । এ সময় প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ন প্রকল্প নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন পরামর্শমুলক আলোচনা করেন । তিনি বলেন, বাংলাদেশের মধ্যে ভালুকা উপজেলার ঘরগুলো রোল মডেল হয়ে থাকবে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা ওনার ঘর এথানে দূর্নীতির প্রশ্নই আসেনা আপনাদের কাছে আমার অনুরুদ থাকবে কোথাও কোন সমস্যা হলে আমাকে জানাবেন আমি বিষয়গুলো দেখব । তিনি আরও বলেন, এই উপজেলার সবার আগে আমরাই সাবমারসেবল ও চাপ কল এবং বিদ্যুৎ দিয়েছি,আমি ইচ্ছে করলে দু,একটি পয়েন্টে ঘরগুলো তৈরী করতে পারতান তা না করে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ওই সকল গৃহহীনদের কথা ভেবে কাজ করে যাচ্ছি । তবে উন্মুক্ত আলোচনায় আশ্রয়ন প্রকল্পের ঘরের ড্রয়িংগুলো সঠিক নয় বলে মন্তব্য করেন গনমাধ্যমকর্মীগন কারন যে ভাবে ড্রয়িং করা হয়েছে এতে করে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে । মতবিনিময়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মাইন উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন ।

এই বিভাগের আরো খবর