মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫   পৌষ ২ ১৪৩২   ২৫ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৮৬

বিগ ব্যাশ থেকে তিন ক্রিকেটারকে ফিরিয়ে নিলো পাকিস্তান

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২  

বোর্ডের নির্দেশ অনুযায়ী বিগ ব্যাশ ছেড়ে দেশে ফিরতে হচ্ছে পাকিস্তানের তিন তারকা হারিস রউফ, ফাখর জামান ও শাদাব খানকে। আচমকা পিসিবির এই সিদ্ধান্তে হতাশ ফাখরের দল ব্রিসবেন হিট। কেননা ফাখরকে মাত্র একটি ম্যাচে খেলাতে পেরেছে তারা।


গত ৩১ জানুয়ারি ইংল্যান্ডের টম অ্যাবলের ইনজুরির কারণে বদলি হিসেবে ফাখরকে দলে নিয়েছিল ব্রিসবেন। কিন্তু করোনাভাইরাসজনিত ইস্যু এবং ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে একটির বেশি ম্যাচ খেলতে পারেননি পাকিস্তানের এ বাঁহাতি ব্যাটার।

অন্যদিকে শনিবার মেলবোর্ন স্টারসের দুই ম্যাচ বাকি থাকতেই পাকিস্তান ফিরে যাওয়ার কথা জানিয়েছেন হারিস রউফ। তিনি খেলেছেন পাঁচ ম্যাচ। অন্যদিকে সিডনি সিক্সার্সের হয়ে মাত্র চার ম্যাচ খেলেই ফিরতে হচ্ছে লেগস্পিনার শাদাব খানকে।

এই বিভাগের আরো খবর