মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫

বিএনপি ক্ষমতায় এলে বেকার সমস্যা সমাধান করবে: তারেক রহমান

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

ময়মনসিংহে জনসভায় তারেক রহমান। ছবি: সংগ্রহীত 

 

বিএনপি ক্ষমতায় এলে দেশের কর্মসংস্থান বৃদ্ধি করে বেকার সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তারেক রহমান বলেন, ‘বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র এই দলেরই রয়েছে। দেশের বিদ্যমান সমস্যার সমাধান চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।’

 

তিনি আরও বলেন, ‘একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে কোনো উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই আমরা ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগের কথা বলছি।’

 

তারেক রহমান বলেন, “আমি-ডামি ও নিশিরাতের ভোট সবার অধিকার কেড়ে নিয়েছে।”

 

বিকেল ৪টার পর আয়োজিত জনসভায় স্থানীয়রা ছাড়াও জেলার বাইরে থেকে আসা নেতাকর্মীরা বাস ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে সমাবেশস্থলে প্রবেশ করেন। অনেকেই জানান, তাদের প্রধান উদ্দেশ্য ছিল চেয়ারম্যানকে কাছ থেকে একনজর দেখা।

এই বিভাগের আরো খবর