বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬   মাঘ ১৫ ১৪৩২   ০৯ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩

বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাব কেন ফেরাল আয়ারল্যান্ড?

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬  

আসন্ন পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাব কেন তারা গ্রহণ করেনি, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। আয়ারল্যান্ডের কোচ হাইনরিখ মালান জানিয়েছেন, কন্ডিশন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার খাতিরেই তারা গ্রুপ 'সি' ছেড়ে গ্রুপ 'এ'-তে যেতে রাজি হননি।

 

 নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিতব্য গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। তারা প্রস্তাব দিয়েছিল, আয়ারল্যান্ড যেন গ্রুপ 'এ' (ভারত কন্ডিশন) তে চলে যায় এবং বাংলাদেশ আয়ারল্যান্ডের বদলে শ্রীলঙ্কায় গ্রুপ 'সি'-র ম্যাচগুলো খেলে। কিন্তু আইসিসি ও আয়ারল্যান্ড—উভয় পক্ষই এই প্রস্তাব ফিরিয়ে দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় তাদের বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

 

 ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ মালান বলেন, "আমরা তো টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ধরেই প্রস্তুতি নিচ্ছি। শ্রীলঙ্কার ভিন্ন ভিন্ন পরিস্থিতি ও মন্থর পিচ সামলানোর মানসিকতা গড়া আমাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।" তিনি আরও যোগ করেন যে, শেষ মুহূর্তে ভারতের মুম্বাই বা কলকাতার মতো ভিন্ন চরিত্রের পিচে খেলার সিদ্ধান্ত নিলে দলের দীর্ঘদিনের প্রস্তুতি ব্যাহত হতো।

 

গ্রুপ 'সি'-তে থাকা আয়ারল্যান্ড ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ১১ ফেব্রুয়ারি শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। শেষ দুটি ম্যাচে ১৪ ফেব্রুয়ারি ওমান ও ১৭ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে আইরিশরা।

এই বিভাগের আরো খবর