শুক্রবার   ১৬ মে ২০২৫   জ্যৈষ্ঠ ২ ১৪৩২   ১৮ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
১১২

পাকিস্তানে পানির তোড়ে ধসে পড়ল সেতু

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১০ মে ২০২২  

তীব্র স্রোতে ধসে পড়ল পাকিস্তানের একটি সংযোগ সেতু। শনিবার (৭ মে) বিরল এ দৃশ্যের মুখোমুখি হন হাসানাবাদ এলাকার বাসিন্দারা। স্থানীয় গণমাধ্যম বলছে, পাকিস্তানের উত্তরাঞ্চলে সম্প্রতি তাপমাত্রা বেড়ে যাওয়ায় একটি হ্রদের বরফ গলে এ স্রোতের সৃষ্টি হয় আর এতেই এ ঘটনা ঘটে। খবর রয়টার্স। 
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, প্রচণ্ড গরমে কয়েকদিন ধরেই বরফ গলতে থাকে ওই অঞ্চলের লেকগুলোর। এতে পানির স্রোতে ভেসে যায় সেতুটি। এ ছাড়াও তলিয়ে গেছে বেশ কয়েকটি ঘরবাড়িসহ ফসলিজমি।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, হঠাৎ পানির স্রোত ধাক্কা খায় ব্রিজটির সঙ্গে। আর তার পরপরই ধসে পড়া শুরু করে ব্রিজটি।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অস্বাভাবিক উষ্ণতায় গত ২০ দিনে হ্রদটির পানি ৪০ শতাংশ বেড়েছে। এ ছাড়াও আরও ৩০টির বেশি হ্রদের বরফ গলতে পারে বলে আশঙ্কা করছেন তারা। পাকিস্তানের উত্তরাঞ্চলে অন্তত ৩ হাজার বরফের লেক রয়েছে।
হাসনাবাদে, স্থানীয় কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, এলাকাবাসী যেন কোনোভাবেই বন্যায় আটকা না পড়ে, সে বিষয়ে তারা তৎপর রয়েছেন। 

এই বিভাগের আরো খবর