শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬   পৌষ ২০ ১৪৩২   ১৪ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪০

নীলফামারীতে ছাত্রলীগের বিনামূল্যে অক্সিজেন সেবা চালু

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ১২ আগস্ট ২০২১  


বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে করোনা রোগীদের জন্য বিনামুল্যে অক্সিজেন সেবা কার্যক্রম চালু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের বঙ্গবন্ধু চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক সাংস্কৃতিক মন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
এসময় জেলা ছাত্রলীগের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন ছিলো তা বাস্তবায়ন করছেন তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমরা তো ইউরোপ আমেরিকার মত ধণী দেশ নই তারপরও করোনা মহাসংকটকে জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সাফল্যের সঙ্গে মোকাবেলা করেছেন। 
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক।
এছাড়া এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী সহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল জানান, করোনা প্রতিরোধক এই বুথে ছয়টি অক্সিজেন সিলিন্ডার রাখা হয়েছে। ফোন পাওয়া মাত্র রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে আসবো আমরা। পাশাপাশি এখান থেকে মাস্ক এবং সুরক্ষা উপকরণও বিতরণ করা হবে।
জেলা ছাত্রলীগের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদানের হটলাইন নম্বর হচ্ছে ০১৯২০২০৮৯২৮, ০১৭১৭৭৩৫৪২২ ও ০১৭৮৭৯২৫০২৮।

এই বিভাগের আরো খবর