মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯

নিপা সংক্রমণ বাড়ায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক দিন। এবারের আসরের প্রধান আয়োজক ভারত, সহ-আয়োজক শ্রীলঙ্কা। তবে প্রধান আয়োজক দেশ ভারতে নিপা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আসরটির নির্বিঘ্ন আয়োজন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

ভারতে নিপা ভাইরাস শনাক্ত হওয়ার পর এশিয়ার কয়েকটি দেশ ভারতফেরত যাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্য পরীক্ষা চালু করেছে বলে জানিয়েছে এনডিটিভি। স্বাস্থ্য পরিস্থিতি আরও খারাপ হলে কোয়ারেন্টিন ব্যবস্থা চালু করার সম্ভাবনাও নাকচ করা যাচ্ছে না। এতে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও দর্শকদের যাতায়াত ও অবস্থান জটিল হয়ে উঠতে পারে।

 

আন্তর্জাতিক বিভিন্ন স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে ভারতে নিপা ভাইরাসের বিস্তার নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। একই সঙ্গে জিও সুপার, ট্যাপম্যাড, হেলথ মাস্টার ও খাইবার নিউজসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিশ্বকাপ আয়োজনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানিয়েছে।

 

নিপা ভাইরাসকে অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত কাঁচা খেজুরের রস পানসহ বিভিন্ন উপায়ে এটি মানবদেহে প্রবেশ করে এবং একবার সংক্রমণ ঘটলে দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এখনো পর্যন্ত এই ভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা বা কার্যকর টিকা আবিষ্কৃত হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিপা ভাইরাসকে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং ভবিষ্যতে মহামারি সৃষ্টি করতে সক্ষম ভাইরাসের তালিকায় রেখেছে।

 

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএনের তথ্য অনুযায়ী, ভারতে ইতোমধ্যে চিকিৎসাকর্মীসহ অন্তত পাঁচজন নিপা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জনসংখ্যা বেশি হওয়ায় সার্বিক স্বাস্থ্য স্ক্রিনিং কার্যকরভাবে বাস্তবায়ন করাও দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা সংক্রমণ নিয়ন্ত্রণে অতিরিক্ত ঝুঁকি তৈরি করছে।

 

উইকিপিডিয়ার তথ্যমতে, নিপা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। যারা প্রাণে বাঁচেন, তাদের অনেকের ক্ষেত্রেই পরবর্তীতে দীর্ঘমেয়াদি স্নায়ুবিক সমস্যার লক্ষণ দেখা যায়।

এই বিভাগের আরো খবর