বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫   বৈশাখ ২৪ ১৪৩২   ১০ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৭২

জবিতে `চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন

মাহির আমির মিলন, জবি প্রতিবেদক। 

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২১  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামী শিক্ষকদের একাংশের সংগঠন নীলদল কর্তৃক মুজিব জন্মশতবার্ষিকীর উপলক্ষ্যে প্রকাশনা ‘চেতনায় চিরঞ্জীব বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

(মঙ্গলবার) ১৪ই সেপ্টেম্বর  বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বইটির মোড়ক উন্মোচন করেন।

মোড়ক উন্মোচনে বিষয়ে নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জবি নীলদল থেকে বইটি প্রকাশিত হয়েছে। আমরা প্রতিবছর দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস নিয়ে গবেষণাধর্মী প্রকাশনা বের করার উদ্যোগ নিয়েছি।'

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, নীলদলের সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামালসহ নীলদলের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়ার সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আ. ক. ম. মোজাম্মেল হক (এমপি) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে স্মারক গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক রাজনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগ এর জ্যেষ্ঠতম উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এস. এ. মালেক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও বিশিষ্ট রাজনীতিক বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু  সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জনাব বাহালুল মজনুন চুন্নু।
 

এই বিভাগের আরো খবর