মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫   কার্তিক ২০ ১৪৩২   ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৬১

এবারও হজ করতে পারবে না বিদেশিরা!

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ৬ মে ২০২১  

দ্বিতীয় বারের মতো সৌদি আরবের বিদেশ থেকে কেউ হজ পালন করতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে। মহামারি করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে না আসায় এবারও বিদেশিদের জন্য বন্ধ হতে পারে হজের সুযোগ। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি দেশটি। বুধবার (৫ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।

সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এবার বিদেশিদের হজে অংশগ্রহণের সুযোগ দেয়ার পরিকল্পনা বাতিল করেছে কর্তৃপক্ষ। কেবল দেশটিতে অবস্থানরতদের মধ্যে যারা টিকা গ্রহণ করেছেন কিংবা হজ শুরুর ছয় মাসের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন তাদের অংশ নেয়ার সুযোগ দেয়া হতে পারে।

এর আগে গত বছরও করোনা মহামারির মধ্যে নিজ দেশের সীমিতসংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় হজ। স্বাভাবিক সময়ে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ হজে অংশ নেন। রমজানসহ সারা বছর ওমরায় অংশগ্রহণ করেন লাখ লাখ মুসলিম। তবে করোনা মহামারির কারণে হজ ও ওমরা সীমিত করা হয়েছে। দীর্ঘদিন পর ওমরা ভিসা চালু করলেও রয়েছে অনেক বিধিনিষেধ। এছাড়া সব দেশকে এখনো ওমরার ভিসা দেয়া হচ্ছে না।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা অনুযায়ী, দেশটি ২০২০ সাল নাগাদ ওমরাহ ও হজের জন্য আগত মুসল্লিদের সংখ্যা দুই কোটিতে উন্নীত করতে চেয়েছিল। আর ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা তিন কোটিতে নিয়ে যেতে চেয়েছিল তারা। তবে করোনা মহামারি তাদের সেই পরিকল্পনা অনেকটা ভণ্ডুল করে দিয়েছে।