সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

প্রেমের সম্পর্কে জড়াব না, সরাসরি বিয়ে করব’—দুরেফিশান সেলিম

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫  

বর্তমান সময়ে তরুণদের নতুন ক্রাশ পাকিস্তানের অভিনেত্রী দুরেফিশান সেলিম। তিনি প্রথমে ‘দিল রুবা’ নাটকে পার্শ্বচরিত্রে অভিনয় করে আত্মপ্রকাশ করেন এবং পরে বড় পর্দাতেও জায়গা করে নেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ইশ্‌ক মুরশিদ’, যেখানে তিনি বিলাল আব্বাস খানের সঙ্গে ‘শিব্রা শাহমী’ চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি পাকিস্তান ও বাংলাদেশ উভয় দেশেই দর্শকদের প্রশংসা পেয়েছে।

 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে, দুরেফিশান সেলিম এবং বিলাল আব্বাস খানের মধ্যে প্রেম ও বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। এর প্রেক্ষিতে তার একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে, যেখানে তিনি জানিয়েছেন, তিনি কখনো প্রেমের সম্পর্কে জড়াবেন না এবং সরাসরি বিয়ে করবেন। সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ব না। আমি সরাসরি বিয়ে করব।”

 

দুরেফিশান সেলিম সম্প্রতি ‘সানওয়াল ইয়ার পিয়া’ নাটকে ফিরোজ খান ও আহমদ আলী আকবরের সঙ্গে প্রথমবার কাজ করেছেন, যা তার অভিনয় ক্যারিয়ারের একটি নতুন দিক হিসেবে ধরা হচ্ছে।
 

 

এই বিভাগের আরো খবর