সোমবার   ০৩ নভেম্বর ২০২৫   কার্তিক ১৯ ১৪৩২   ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯

বিপিএল তালিকায় নেই নোয়াখালী, চিটাগাং, খুলনা টাইগার্স

মোঃ মাহাবুবুর রহমান রাব্বি

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫  

বিপিএলে অংশ নিতে চেয়েছিল নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি। দলটির মালিকানা চেয়ে বাংলা মার্ক লিমিটেড বিসিবির কাছে আবেদন করেছিল। তবে যাচাই-বাছাই ও মূল্যায়নের পর প্রতিষ্ঠানটির আবেদন বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

 

শুধু বাংলা মার্ক লিমিটেড নয়, বাতিল হয়েছে এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ এবং মাইন্ড ট্রি ও রূপসী কংক্রিট লিমিটেড কনসোর্টিয়ামের আবেদনও। এস. কিউ. স্পোর্টস পূর্বে চিটাগাং কিংসের এবং মাইন্ড ট্রি–রূপসী কংক্রিট লিমিটেড খুলনা টাইগার্সের মালিকানা হিসেবে দল গঠন করেছিল। তবে এবার শর্ত পূরণ না করায় তাদেরও বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার আহমেদ।

 

তিনি জানান, শর্টলিস্ট প্রক্রিয়ায় ১১টি প্রতিষ্ঠান থেকে ৮টি বাছাই করা হয়েছে। তিনটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকায় তারা কোয়ালিফাই করতে পারেনি। চূড়ান্ত তালিকা আগামী ৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

 

ইফতেখার আহমেদ বলেন, যাচাই-বাছাইয়ে দুটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে—প্রথমত, টুর্নামেন্ট শেষে যেন খেলোয়াড়দের পাওনা দ্রুত পরিশোধ করা হয়, দ্বিতীয়ত, অ্যান্টি-করাপশন ও ইন্টেগ্রিটি মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা। তিনি বলেন, “এগুলো এখন আর আলোচনার বিষয় নয়, বাধ্যতামূলক মানদণ্ড।”
 

 

এই বিভাগের আরো খবর