সোমবার   ২৭ অক্টোবর ২০২৫   কার্তিক ১২ ১৪৩২   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৬

আজগরা ইউনিয়নে ১৫ টাকায় চাল বিতরণ

রিয়াদ হোসাইন লাকসাম কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫  

সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ন্যায্যমূল্যে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ২৭ অক্টোবর সকাল ১০টায় কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ষোলাপুষ্করিণী চৌরাস্তা মোড়ে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ডিলার আবদুস সালাম। উপস্থিত ছিলেন আজগরা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, দৌলতপুর কমার্স কলেজের অধ্যক্ষ সৈয়দ আহমেদ সুজন, স্বেচ্ছাসেবকদল আজগরা ইউনিয়নের সদস্য সচিব কাজী আমিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরকারের এ কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যে চাল পেয়ে উপকৃত হচ্ছেন। উপস্থিতরা জানান, এ ধরনের উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যন্ত সহায়ক এবং মানবিক একটি পদক্ষেপ।

এই বিভাগের আরো খবর