মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬   মাঘ ১৪ ১৪৩২   ০৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩১

ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একে অপরকে প্রয়োজন: ন্যাটো মহাসচিব

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬  

 

ন্যাটো মহাসচিব মার্ক রুট সোমবার (২৬ জানুয়ারি) ব্রাসেলসে ইইউ আইন প্রণেতাদের জানিয়েছেন, মার্কিন সামরিক সহায়তা ছাড়া ইউরোপ আত্মরক্ষা করতে সক্ষম হবে না। তিনি আরও বলেন, ইউরোপকে বর্তমান সামরিক ব্যয়ের লক্ষ্যমাত্রার দ্বিগুণ খরচ করতে হবে স্বনির্ভর হওয়ার জন্য।

 

রুট বলেন, ‘যদি কেউ এখানে মনে করে, ইউরোপীয় ইউনিয়ন বা সমগ্র ইউরোপ মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া নিজেকে রক্ষা করতে পারে, তাহলে স্বপ্ন দেখতে থাকো। তুমি পারবে না,’।

 

তিনি যোগ করেন, ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের উপর নির্ভরশীল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড সংক্রান্ত হুমকির কারণে ন্যাটোর অভ্যন্তরে উত্তেজনা বেড়েছে। তবে রুটের মধ্যস্থতায় খনিজ সমৃদ্ধ দ্বীপটির জন্য চুক্তি হওয়ার পর ট্রাম্প তার হুমকি প্রত্যাহার করেন।

 

ন্যাটো ৩২টি দেশের মধ্যে গঠিত একটি সামরিক সংস্থা। এর প্রতিষ্ঠাতা ওয়াশিংটন চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দেশের ওপর হামলা হলে তা সব দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে। জুলাই মাসে হেগে ন্যাটোর শীর্ষ সম্মেলনে, স্পেন ব্যতীত সকল ইউরোপীয় মিত্ররা এবং কানাডা এক দশকের মধ্যে মার্কিন সামরিক ব্যয়ের সমান শতাংশ খরচ করার বিষয়ে সম্মত হয়েছিল।

 

রুট বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ স্বাধীনতার চূড়ান্ত গ্যারান্টার হারাবে। যা মার্কিন পারমাণবিক ছাতা। তাই, শুভকামনা হে!’

এই বিভাগের আরো খবর