বুধবার   ১০ সেপ্টেম্বর ২০২৫   ভাদ্র ২৬ ১৪৩২   ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৯

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার এক শহরে একাধিক বিস্ফোরণের শব্দ

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২  

ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়া বেলগরোদ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। শহরটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে।

সেখানকার আঞ্চলিক গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ সামাজিক মাধ্যম অ্যাপ টেলিগ্রামে বলেছেন, তিনি রাত সাড়ে তিনটায় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

এমনকি যখন তিনি সামাজিক মাধ্যমে পোস্ট দেয়ার জন্য লিখছিলেন, তখনি আরো তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।


মিস্টার গ্লাদকভ পরে জানান যে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী গোলাবারুদের ডিপোতে আগুন লেগেছে, তবে কোন কোন বেসামরিক নাগরিকের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর