বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬   পৌষ ২৩ ১৪৩২   ১৮ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৪০৭

কালো গোলাপ রহস্য! (ছবিসহ)

রুহুল আমিন

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯  

 

কালো গোলাপের প্রতি আমাদের অনেকেরই একটু আলাদা আকর্ষণ আছে। কালো গোলাপ এর নাম শুনলেই শুধু বাস্তবে দেখতে ইচ্ছে হয়। বাহারী রঙ ও ধরণের গোলাপেও আমাদের মন যেন ভরে না। আমরা ঐ কালো রঙের গোলাপটিই খুঁজি। ইন্টারনেটে হরেক ধরণের কালো গোলাপ দেখে আমরা ভাবি কালো গোলাপ দেখতে বোধহয় এমন কুচকুচে কালোই হয়।

তবে বাস্তবতা ভিন্ন। কালো রঙের গোলাপ আসলে আমাদের কল্পনাতেই সম্ভব। পৃথিবীর অনেক গোলাপ এক্সপার্ট অনেক বছর ধরেই এ নিয়ে বহু গবেষণা করেছেন, এখনও করছেন কিন্তু কুচকুচে কালো গোলাপ তৈরিতে কেউ সফল হতে পারেননি। গবেষণা ও প্রচেস্টায় তারা কুচকুচে কালো গোলাপ উদ্ভাবন করতে না পারলেও কালচে খয়েরী (Dark Red) নতুন নতুন অনেক গোলাপ উদ্ভাবন করেছেন আর এগুলোই কালো গোলাপ (Black Rose) হিসেবে বিশ্বব্যাপী পরিচিত।

কালো গোলাপের বেশ কিছু জাত এখন বাংলাদেশের নার্সারিগুলোতে পাওয়া যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু জাত হচ্ছে,

  • Black Baccara
  • Black Zed
  • Black Prince
  • New Black Delight
  • Black Magic
  • Ink Spots

 

বাংলাদেশে তীব্র শীতে এদের রঙ অনেকটাই কালচে খয়েরী হয় যা দেখতে কাল রঙের মতই মনে হয়। শীতের দেশগুলোতে এগুলো আরো বেশি কালচে মনে হয়। বাংলাদেশে শীত ছাড়া বছরের অন্য সময় এসব গোলাপ গাঢ় লালচে বা লালচে হয়ে ফোঁটে।

 

তবে প্রকৃতপক্ষে মাথার চুলের মত কুচকুচে কোন কাল গোলাপ হয় না।