মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫   আষাঢ় ৩০ ১৪৩২   ১৯ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪২৫

ঢাবিতে তালা ভেঙে হলে ঢুকলো শিক্ষার্থীরা!

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১  

বৈশ্বিক মহামারি করোনাকালে বন্ধ ঘোষণার পর থেকে এখনো কোনো বিশ্ববিদ্যালয় খোলেনি। এরই মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলায় সেখানে শিক্ষার্থীরা হলের তালা ভেঙে প্রবেশ করেছে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলেও শিক্ষার্থীদের প্রবেশের খবর পাওয়া গেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে প্রবেশ করেছেন অর্ধশতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা বলছেন, হলের গেট খোলা ছিল তাই তারা প্রবেশ করেছেন। এতে তাদের কেউ বাধা দেয়নি।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হল খোলার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়েও সোমবার শিক্ষার্থীরা হল খোলার দাবিতে আন্দোলন করছেন।

এই বিভাগের আরো খবর