ব্রেকিং:
আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫   আষাঢ় ১৯ ১৪৩২   ০৭ মুহররম ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৫৮

একদিনে হাসপাতালে আরও ২৮৮ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক    

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

এডিস  মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নতুন আরও ২৮৮ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩২ জন রাজধানী ও ৫৬ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে বর্তমানে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫৬ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ৬৭ জন ও ঢাকার বাইরে হাসপাতালে ১৮৯ জন ভর্তি রয়েছেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. কামরুল কিবরিয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ১৯৬ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৩২ জনের মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৯৮ ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ১৩৪ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ১৮৯ জন ভর্তি হন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত মোট রোগীর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১৩, এপ্রিলে তিন, মে মাসে ৪৩, জুনে ২৭২ এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬, আগস্টে সাত হাজার ৬৯৮ এবং ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চার হাজার ১৫৩ জন রোগী ভর্তি হন।

তাদের মধ্যে মারা গেছেন ৫৭ জন। এর মধ্যে ১২ জন জুলাইয়ে, ৩৪ জন আগস্টে এবং ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরো খবর