শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০

বিপিএলের জার্সি শহীদ ওসমান হাদিকে উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স

মাহাবুবুর রাহামান রাব্বি

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫  

সন্ত্রাসীর গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদির সম্মানে এক অনন্য নজির স্থাপন করেছে এবারের বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স। শহীদ হাদির আত্মত্যাগ ও অবদানকে চিরস্মরণীয় করে রাখতে নিজেদের অফিসিয়াল জার্সিটি তাঁর নামে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

 

 

সাধারণত বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো বড় উৎসবের মাধ্যমে তাদের জার্সি উন্মোচন করে থাকে। তবে রাজশাহী ওয়ারিয়র্স এই প্রথা ভেঙে শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কোনো ধরনের আনুষ্ঠানিক অনুষ্ঠান আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে।

দলটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়:

 

"এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে। সে কারণে কোনো আনুষ্ঠানিক জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে না। নির্ধারিত সময়ে রাজশাহী ওয়ারিয়র্স তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এই স্মরণীয় জার্সিটি প্রকাশ করবে।"

 

 

রাজশাহী ওয়ারিয়র্স মনে করে, শহীদ হাদি ছিলেন একজন ‘ক্ষণজন্মা ওয়ারিয়র্স’। তাঁর বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শনই এখন দলের প্রধান লক্ষ্য। দলটির অফিসিয়াল ফেসবুক পোস্টে বলা হয়েছে:

 

"ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে, জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ভক্ত সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সিটি আনভেইল করা হবে।"

 

 

আজই শহীদ ওসমান হাদিকে জাতীয় কবির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। ঠিক সেই দিনেই দেশের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলের একটি দলের এমন সিদ্ধান্ত ভক্ত ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। রাজশাহী ওয়ারিয়র্সের এই পদক্ষেপ কেবল একটি জার্সি উৎসর্গ নয়, বরং জুলাই অভ্যুত্থানের বীরদের প্রতি ক্রীড়াঙ্গনের সংহতির এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

 

এই বিভাগের আরো খবর