শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

‘অধিনায়ক’কে বাদ দিয়ে বিশ্বকাপ দল ঘোষণা ভারতের

মাহাবুবুর রাহামান রাব্বি

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫  

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চমকপ্রদ দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দলের অধিনায়ক শুবমান গিল-কে ছাড়াই এই মেগা ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে বিসিসিআই। শনিবার (২০ ডিসেম্বর) প্রধান নির্বাচক অজিত আগারকার এই দল ঘোষণা করেন। বিশ্বকাপের পাশাপাশি এই একই দল নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও খেলবে।

 

 

বর্তমানে ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে সফল হলেও টি-টোয়েন্টি ফরম্যাটে গিলের সাম্প্রতিক পারফরম্যান্স নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেনি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে তাঁর মন্থর ব্যাটিং এবং রান খরা দলের ওপর বাড়তি চাপ তৈরি করছিল। নির্বাচক কমিটির মতে, টি-টোয়েন্টিতে বর্তমানে যে ‘আল্ট্রা-অ্যাগ্রেসিভ’ ব্যাটিং প্রয়োজন, সেখানে গিল খাপ খাচ্ছিলেন না।

 

 

গিল না থাকায় এবার ভারতের ইনিংস ওপেন করতে দেখা যাবে সাঞ্জু স্যামসন-কে। সাম্প্রতিক সময়ে ওপেনার হিসেবে দুর্দান্ত ফর্মে থাকা স্যামসনের ওপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি দলে ফিরেছেন বিধ্বংসী ব্যাটার রিঙ্কু সিং এবং ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা ঈশান কিষাণ।

 

 

নির্বাচকেরা দলে অলরাউন্ডারের সংখ্যা বেশি রেখে ভারসাম্য আনার চেষ্টা করেছেন। হার্দিক পান্ডিয়া ও শিবম দুবের পাশাপাশি অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর থাকায় দলের ব্যাটিংয়ের গভীরতা যেমন বাড়বে, তেমনি বোলিং বিকল্পও অনেক বাড়বে। অভিজ্ঞ অক্ষর প্যাটেল-কে দেওয়া হয়েছে দলের সহ-অধিনায়কের দায়িত্ব।


???? ভারতের ১৫ সদস্যের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড

বিভাগ

খেলোয়াড়ের নাম

অধিনায়ক

সূর্যকুমার যাদব

সহ-অধিনায়ক

অক্ষর প্যাটেল

ব্যাটার

অভিষেক শর্মা, তিলক ভার্মা, রিঙ্কু সিং

উইকেটরক্ষক

ঈশান কিষাণ, সাঞ্জু স্যামসন

অলরাউন্ডার

হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর

পেসার

জাসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং, হার্ষিত রানা

স্পিনার

কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী

 

 

বোলিং বিভাগে অভিজ্ঞ বুমরাহ ও অর্শদীপের সঙ্গী হিসেবে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার হার্ষিত রানা। স্পিন বিভাগে কুলদীপ যাদবের সঙ্গে ‘মিস্ট্রি স্পিনার’ বরুণ চক্রবর্তীর অন্তর্ভুক্তি ভারতের বোলিং আক্রমণকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে।

আপনি কি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি বা পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচের তারিখ জানতে চান? কোনো তথ্যের প্রয়োজন হলে আমাকে জানাতে পারেন।

এই বিভাগের আরো খবর