বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

হাদিকে গুলি করা ফয়সালকে সীমান্ত পার করেছিল ‘পাচার সিন্ডিকেট’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫  

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার হওয়া সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

 

 

তদন্ত সংশ্লিষ্টদের মতে, সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ ও মালামাল পারাপারের একটি শক্তিশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন এই আসামিরা। সিবিয়ন দিউ: তিনি ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউরা উপজেলার সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য জুয়েল আড়েংয়ের ভাগনে। অভিযোগ: সিবিয়ন দীর্ঘ দিন ধরে হালুয়াঘাট, ধোবাউরা ও শেরপুর সীমান্ত এলাকায় অবৈধ পারাপারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছেন। প্রযুক্তি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয়েছে যে, গত শুক্রবার রাতেই এই সিন্ডিকেটের সহায়তায় ফয়সাল ও তাঁর সহযোগী আলমগীর সীমান্ত পাড়ি দেন।

 

 

তদন্তে উঠে এসেছে এক শ্বাসরুদ্ধকর পালানোর গল্প: ১. গত শুক্রবার দুপুরে পল্টনে ওসমান হাদিকে গুলি করার পর ফয়সাল মোটরসাইকেলে করে আগারগাঁওয়ে তাঁর বোনের বাসায় যান। ২. সেখান থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তিনি ও চালক আলমগীর শেখ ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন। ৩. ওই রাতেই সিবিয়ন দিউদের সিন্ডিকেটের মাধ্যমে তাঁরা সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন।

 

 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহম্মেদ আদালতকে জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করে নিচের তথ্যগুলো উদ্ঘাটন করা জরুরি: এই হামলার মূল পরিকল্পনাকারী এবং নেপথ্যে কারা অর্থ বিনিয়োগ করেছে। কার পরামর্শে এবং কাদের আর্থিক বিনিময়ে আসামিরা খুনিদের সীমান্ত পার করে দিয়েছেন। হত্যাচেষ্টায় ব্যবহৃত মূল অস্ত্রটি উদ্ধারে আরও ক্লু পাওয়া।

 

রাষ্ট্রপক্ষে শুনানি করা পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, "এটি একটি সুপরিকল্পিত হামলা। খুনিদের পালিয়ে যেতে যারা রাষ্ট্রীয় বা সামাজিক প্রভাব ব্যবহার করে সহায়তা করেছে, তাদের আইনের আওতায় আনা জরুরি।"

এই বিভাগের আরো খবর