শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৬ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১

বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫  

জুলাই অভ্যুত্থানের অকুতোভয় সেনানি ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁকে সমাহিত করা হয়। এর মাধ্যমে এক বিপ্লবী জীবনের ইহজাগতিক যাত্রার অবসান ঘটল।

 

 

দাফনের আগে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন।

সকাল থেকেই সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে মানুষের ঢল নামে। দুপুর ২টায় জানাজা হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করতে শুরু করেন। জানাজায় ঢাকার বাইরে থেকেও লাখো শোকার্ত মানুষ শরিক হন, যা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

 

“হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ”— প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

 

 

মরদেহ দাফনের আগে আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। সকাল ৯:৪০ মিনিট: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বেলা ১১:১৫ মিনিট: কড়া নিরাপত্তার মধ্যে ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিরাপত্তা ব্যবস্থা: ময়নাতদন্ত ও জানাজা চলাকালীন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

 

 

শহীদ হাদির মৃত্যুতে আজ শনিবার দেশজুড়ে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শোকের চিহ্ন হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

 

 

হাদির অকাল প্রয়াণে তাঁর পরিবার ও সহযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। জানাজা ও দাফন চলাকালীন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদির খুনিদের এবং এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা কুশীলবদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

এই বিভাগের আরো খবর