বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫   পৌষ ৪ ১৪৩২   ২৭ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২

মেহজাবীনের জবাব দাখিলের শুনানি পেছাল: নতুন তারিখ ১২ জানুয়ারি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫  

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার জবাব দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১২ জানুয়ারি ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার ৩ নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই শুনানির দিন ধার্য ছিল।

 

 

আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জানান, সংশ্লিষ্ট আদালতের বিচারক সম্প্রতি অন্যত্র বদলি হয়েছেন। আদালতে নতুন বিচারক এখনো যোগদান না করায় আজকের নির্ধারিত শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি। আদালতের প্রচলিত নিয়ম অনুযায়ী, নতুন বিচারক যোগদানের পর নথিপত্র উপস্থাপনের মাধ্যমে এই শুনানি অনুষ্ঠিত হবে। এ কারণেই আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

 

 

মামলার বাদী আমিরুল ইসলামের অভিযোগ অনুযায়ী, মেহজাবীন ও তাঁর ভাই পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নিয়েছেন। অভিযোগ ১: দীর্ঘ সময় পার হলেও ব্যবসা শুরু না করায় বাদী টাকা ফেরত চাইলে মেহজাবীন ও তাঁর ভাই কালক্ষেপণ করতে থাকেন। অভিযোগ ২: গত ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে টাকা ফেরত নিয়ে কথা বলতে গেলে মেহজাবীন, তাঁর ভাইসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি বাদীকে গালিগালাজ করেন এবং পাওনা টাকা চাইলে ‘জানে মেরে ফেলার’ হুমকি দেন।

 

 

এর আগে গত ১৬ নভেম্বর এই মামলায় সশরীরে আত্মসমর্পণ করে জামিন নিয়েছিলেন মেহজাবীন ও আলিশান। শুরুতে এই মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। তবে ফৌজদারী কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলাটি বর্তমানে চলমান রয়েছে।

আগামী ১২ জানুয়ারি নতুন বিচারকের উপস্থিতিতে মেহজাবীন চৌধুরীকে তাঁর সপক্ষে জবাব দাখিল করতে হবে।

এই বিভাগের আরো খবর