শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫   পৌষ ৫ ১৪৩২   ২৯ জমাদিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho

ওসমান হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫  

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অকুতোভয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) এক আনুষ্ঠানিক শোকবার্তায় হাইকমিশন হাদির পরিবার, বন্ধু ও অগণিত সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

 

 

শোকবার্তায় ব্রিটিশ হাইকমিশন উল্লেখ করেছে যে, শরিফ ওসমান হাদির মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। এই অত্যন্ত কঠিন সময়ে শোকসন্তপ্ত সবার প্রতি তারা গভীর সহমর্মিতা প্রকাশ করেছে। হাদির অকাল প্রয়াণ কেবল দেশে নয়, আন্তর্জাতিক মহলেও ব্যাপক শোকের আবহ সৃষ্টি করেছে। উল্লেখ্য যে, হাইকমিশনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইউ) এবং মার্কিন দূতাবাসও পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছে।

 

 

হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আজ বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, জানাজা শেষে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুলের পাশে সমাহিত করা হবে।

 

নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানাজায় আগতদের ব্যাগ বা ভারি বস্তু বহন না করতে এবং সংসদ ভবন এলাকায় ড্রোন না ওড়াতে অনুরোধ জানিয়েছে।

 

 

শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনা দেশজুড়ে এক অভূতপূর্ব শোক ও প্রতিবাদের ঢেউ তুলেছে।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। গুলিটি সরাসরি তাঁর মাথায় লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হলেও বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

গতকাল শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫ ঢাকায় পৌঁছানোর পর থেকেই শাহবাগে ছাত্র-জনতার ঢল নামে। বিমানবন্দর থেকে শাহবাগ পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে হাজারো মানুষ তাঁদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান।

এই বিভাগের আরো খবর